ত্যাগ স্বীকার করে দেশের মানুষের সেবা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ত্যাগ স্বীকার করে দেশের মানুষের সেবা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রাজনীতিবিদদের জীবনে মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় সম্পদ আর কিছু নয়।

দেশের স্বাধীনতা আন্দোলন ও অর্জনে ছাত্রলীগের ঐতিহ্যবাহী ভূমিকা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম এবং জাতির প্রতিটি অধিকার আদায়ে অগ্রণী সেনানী। জাতির পিতার হাতে গড়া এ সংগঠন।