স্মার্ট এনআইডি বিতরণের সময় ১ দিন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ভোটারদের সুবিধার জন্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে এক দিন অতিরিক্ত সেবা দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

১৯ নং ওয়ার্ডের ভোটারদের সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্প থেকে স্মার্ট কার্ড সংগ্রহের শেষ দিন ছিল গতকাল সোমবার। তবে মঙ্গলবার সরকারি ছুটির দিনেও সেবা দিচ্ছেন ইসির কর্মকর্তারা। ১৯ নং ওয়ার্ডের যেসব ভোটার নির্ধারিত সময়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেননি, তারা আজ বিকেল ৫টা পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্প থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।

সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পের টেকনিক্যাল এক্সপার্ট এস এম রকিবুজ্জামান জানান, গত ৩ অক্টোবর থেকে আমরা এই ক্যাম্পে স্মার্ট কার্ড বিতরণ করছি। এখানে বিতরণের শেষ দিন ছিল গতকাল। তবে আজ সরকারি ছুটির দিনেও সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, স্মার্ট কার্ড সংগ্রহে সকালে তেমন সাড়া না পাওয়া গেলেও দুপুরের পর থেকে কিছু লোক আসছেন।