হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ ‘হজ কার্যক্রম-২০২৩’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আশকোনায় হজ অফিসে উদ্বোধনী এই অনুষ্ঠান হয়।

হজযাত্রীদের সুবিধার্থে বিমানবন্দর রেলস্টেশন থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত দ্রুত আন্ডারপাস নির্মাণের ঘোষণা দেন সরকার প্রধান।

প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ থেকে দেশকে রক্ষায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হজযাত্রীদের কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ২০ মে রাতে। এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

ফ্লাইটটি এদিনই জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।