হজ পালনের লক্ষ্যে সৌদি আরবের উদ্দেশে হজ ফ্লাইট শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক : হজ পালনের লক্ষ্যে সৌদি আরবের উদ্দেশে হজ ফ্লাইট শুরু হয়েছে।

সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান উদ্বোধনী ফ্লাইট পরিদর্শন করেন। তারা হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হজযাত্রীদের বিদায় জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১০১১ প্রথম ফ্লাইট ছাড়াও আরো তিনটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনার হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রমের উদ্বোধন করেন।