হজ ব্যবস্থাপনায় খুশি বাংলাদেশিরা হাজীরা

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধনিতে মুখরিত মিনা। ইহরাম পরা হাজিদের উপস্থিতিতে পরিপূর্ণ শহরটি। পবিত্র হজ পালনে বৃহস্পতিবার (৭ জুলাই) মিনায় অবস্থান শেষে শুক্রবার ফজরের পর আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। কেউ বাসে, কেউবা হেঁটে পৌঁছান তাঁবুর শহর মিনায়। পবিত্র হজ পালনে বৃহস্পতিবার সারা রাত সেখানে অবস্থান করে শুক্রবার ফজরের নামাজ আদায়ের পর আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এবার নির্বিঘ্ন ব্যবস্থাপনায় খুশি বাংলাদেশিরা হাজীরা।

জোহরের নামাজ আদায় করবেন আরাফাতের ময়দানে। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন খতিব। তবে বাংলাদেশের হজযাত্রীদের তাঁবু বেশ দূরে থাকায় তাদের পক্ষে মসজিদে নামিরায় যাওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে নিজ নিজ তাঁবুতেই তারা নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও বিভিন্ন নফল ইবাদত করেন। ১০ জিলহজ আবার মিনায় আসার পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশে পশু কোরবানি, মাথা মুণ্ডন করা এবং তাওয়াফে জিয়ারত। এরপর ১১ ও ১২ জিলহজ অবস্থান করে প্রতিদিন তিনটি শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

এ বছর ১০ লাখ মুসল্লি হজ করতে মক্কায় সমবেত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি প্রায় ৬০ হাজার।