হঠাৎ করেই স্থগিত সুনিধি-নুসরাতের কনসার্ট

নিউজ ডেক্স: ঢাকার মঞ্চ মাতানোর কথা ছিল ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান, ঋতুপর্ণা সেনগুপ্ত ও নুসরাত জাহানের। কিন্তু হঠাৎ করেই স্থগিত করা হয়েছে কনসার্টটি। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান গ্র্যান্ড মাস্টার ইভেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবিএম রইসদ্দিন।

এ প্রসঙ্গে এবিএম রইসদ্দিন বলেন, ‘আগামী ২৮ এপ্রিল কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে অংশগ্রহণের কথা ছিল টলিউড অভিনেত্রী নুসরাত জাহানেরও। কিন্তু আজ নুসরাতের একজন আত্মীয় মারা গেছেন। এদিকে ঋতুপর্ণা সেনগুপ্তও ব্যক্তিগত কারণে আসতে অপারগতা প্রকাশ করেছেন। যার জন্য সাময়িকভাবে কনসার্টটি স্থগিত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই কনসার্টের সঙ্গে যারা সম্পক্ত তাদেরকে আজ এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। এবং আমাদের একটি প্রতিনিধি দল আজ ভারত যাবেন ওখানকার শিল্পীদের সঙ্গে আলোচনা করতে। এ বৈঠক শেষে আমরা কনসার্টের পরবর্তী তারিখ জানাব।’

আগামী ২৮ এপ্রিল সন্ধ্যায় নগরীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ‘লাভ ইন ঢাকা উইথ সুনিধি চৌহান’ শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের গুণী সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, চিত্রনায়ক রিয়াজ, মেহরীন, কর্নিয়া ও পূজার অংশগ্রহণ করার কথা ছিল।