হত্যা মামলায় জেলা যুবলীগের সাবেক সভাপতি লিটনসহ ৬ জন কারাগারে

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলায় জেলা যুবলীগর সাবেক সভাপতি সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শহীদ রানা টিপুসহ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আদিব আলী।

আজ মঙ্গলবার (৩০ মে) বিকেল সাড়ে তিনটায় আদেশ প্রদান করা হয়। আলোচিত মামলায় হাইকোট থেকে আগাম চার সপ্তাহের জামিন শেষে আজ আদালতে স্বশরীরে ৩৪ জনের মধ্যে ৩২ জন উপস্থিত হলে ২৬ জনকে জামিন প্রদান করলেও জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। হত্যাকাণ্ডে জড়িত থাকা ১নং আসামী বর্তমান চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমানসহ অন্য আরেক আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

জেল কারাগারে পাঠানো আসামীগুলো হলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) নেতা সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শহীদ রানা টিপু, আব্দুল কাদের,আলমগীর হোসেন, জামিল হোসেন, মাহিন রেজা উরফে মুমিন। 

এদিকে গত ১৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় শহরের উদয়ন মোড় এলাকায় প্রকাশ্যে জেলা যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক টুটুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী বাহিনী।