হত্যা মামলায় গ্রেপ্তার দুই শিশুকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে হত্যা মামলায় গ্রেপ্তার ৮ বছর ও ৯ বছরের দুই শিশুকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন দুই শিশুকে বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন।

একই সঙ্গে আদালত এই দুই শিশুকে নিরাপত্তা দিতে পুলিশের লালবাগ জোনের ডিসি ও কামরাঙ্গীরচর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এ ছাড়া বয়স নির্ধারণ না করে দুই শিশুকে গ্রেপ্তার শিশু আইনের লঙ্ঘন বলে অভিমত দিয়েছেন আদালত।

এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করা হয়েছে।

আদালতে দুই শিশু উপস্থিত ছিল। শিশুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে গত ১৫ জানুয়ারি দুই শিশুকে ২৯ জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মাধ্যমে দুইজন উচ্চ পদস্থ কর্মকর্তা দিয়ে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

গত ১ অক্টোবর রাজধানীর কামরাঙ্গীরচরের কালুনগর খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলাম সেটা দাফন করে। ১০ দিন পর লাশটি নিখোঁজ এক শিশুর বলে দাবি করে শিশুটির পরিবার খুনের মামলা করে। খুনি সন্দেহে পুলিশ ওই দুই শিশুকে গ্রেপ্তার করে।