হবিগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষ, ৪০০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিবেদকঃ দেশব্যাপী হেফাজত ইসলামের ডাকা হরতালের অনেক স্থানে হয়েছে হামলা-ভাংচুর। থানা থেকে প্রেসক্লাব কোন কিছুই বাদ পড়েনি এই হামলা থেকে। হেফাজত ইসলামের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২৬ জনের নাম উল্লেখ্য করে আরো ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

২৯ মার্চ সোমবার আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এসআই) জয়ন্ত তালুকদার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল ইসলাম।

তিনি জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তিনিসহ আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, রোববার (২৮ মার্চ) আজমিরীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এসময় ওসির গাড়ি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

এছাড়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিজাম উদ্দিনসহ দুইজন দারোগার মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। হামলায় আহত ওসি নূরুল ইসলাম, এসআই পুনয়েল ও এসআই নজিবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।