হযরত শাহজালাল মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেট : সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা সাড়ে ১১টার তিনি শাহজালাল (র.) এর মাজারে এসে পৌঁছান। মাজারে দুই রাকাত নফল নামাজ আদায় এবং সূরা পাঠ করেন তিনি।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বেলা ১১টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী হযরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশে রওনা দেন। মাজার জিয়ারত শেষে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনি প্রমুখ উপস্থিত আছেন।