হরিপুরে কৃষক লীগের আয়োজনে কৃষক হত্যা দিবস পালিত

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: ১৯৯৫ সালে মার্চ মাসব্যাপী বিএনপি -জামাত জোট সরকারের আমলে, সারাদেশে নির্ধারিত মূল্যে সারের দাবীতে আন্দোলনরত ১৮ জন কৃষক শহীদ হন। শহীদ কৃষক স্মরণে হরিপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। সভা সঞ্চালনা করেন, হরিপুর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,

“কৃষক বাঁচাও দেশ বাঁচাও,”সারা দেশে যখন উত্তাল। জোট সরকারের নিপিড়নে কৃষক লীগের নেতা কর্মীদের আন্দোলনের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ের ফলে দেশ আজ উন্নয়নশীল দেশে রুপান্তর হয়েছে। বঙ্গবন্ধু আজীবন কৃষকের ভাগ্য উন্নয়নে সারাজীবন সংগ্রামের ফলশ্রুতিতে কৃষক দু’বেলা দুমুঠো ভাত খাচ্ছে,কৃষকের ভাগ্য উন্নয়ন শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে ।

আলোচনা সভায় অংশ গ্রহণ করেন,
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাফফর আহম্মেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার
হোসেন, মোঃ হবিবর রহমান ত্রান বিষয়ক সম্পাদক, দপ্তর বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম,সদস্য এডভোকেট সোহরাব হোসেন, সদস্য আসাদুজ্জামান আসাদ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, শ্রী প্রদীপ কুমার পাল আহবায়ক স্বেচ্ছাসেবক লীগ হরিপুর উপজেলার শাখা, মোঃ মাসুদ চৌধুরী
আহবায়ক তাতীঁলীগ হরিপুর উপজেলা শাখা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ জেসমিন আক্তার শিখা,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রয়েল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলি,  উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি জয়নুল আবেদীন সাধারণ সম্পাদক মুকুল হোসেন ।