হরিপুরে জেল হত্যা দিবস পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  অধ্যক্ষ, মো,জিয়াউল হাসান মুকুল, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,মো,আনোয়ার হোসেন সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা,  যুগ্ম সাধারণ মো,মনোয়ারুল ইসলু  রিপন ,বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মো,মনাব্বর হোসেন সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ ৫ নং হরিপুর ইউনিয়ন শাখা।  বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো,জিয়াউল হাসান মুকুল।

জেল হত্যা দিবসে আলোচনা সভায় সভাপতি মহোদয়  বলেন, ১৯৭৫ সালে  জাতীয় চার নেতাকে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়।সেই অপশক্তি এখনো সক্রিয় ভাবে দেশে অরাজকতা সৃষ্টি করছে। সেই অপশক্তি শক্ত হাতে মোকাবিলা করতে হবে।  দেশে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নে ধারাকে অব্যাহত রাখতে হবে । এই জন্য আবারও শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হলে নৌকায় মার্কায় ভোট দিতে হবে। ষড়যন্ত্র  মোকাবিলা করার জন্য সকলকে সচেতন থাকতে হবে।

একাত্তরের পরাজিত শক্তি  বিএনপি জামাত আবারও জ্বালাপোড়াও শুরু করেছে। আসন্ন নির্বাচন বানচালের চক্রান্ত শুরু করেছে এজন্য সকলকে  সতর্ক থাকতে হবে।