হরিপুরে রাতের আঁধারে ১০৫ টি  মাল্টার চারাগাছ দুর্বৃত্তরা কেঁটে দিয়েছে

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১নং গেঁদুরা ইউনিয়নের  ধৌলা গ্রামে ঘটনাটি ঘটেছে  ‌। ঘটনার বিবরণে জানা গেছে যে, হরিপুর উপজেলার ধৌলা গ্রামের মোঃ গোলাম রাব্বানী পিতা: মোঃ দবিরুল ইসলাম  অনেক স্বপ্ন নিয়ে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় কৃষি প্রদর্শনী  বাগানটিতে  প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করে শতাধিক মাল্টা গাছ রোপন  করেন ।  বাগানটির এমন বেহাল দশা দেখে  মানসিক ভাবে ভেঙে পড়েছেন। সংশ্লিষ্ট বাগান মালিক তিনি ইতি মধ্যেই হরিপুর উপজেলা  কৃষি কর্মকর্তাকে  মোঃ রুবেল হোসেন কে মৌখিকভাবে অবহিত করেন।
বাগান মালিক  দুষ্কৃতকারী দের বিরুদ্ধে হরিপুর থানায় মোঃ আলমগীর পিতাঃ গফুর গং দের নামে  লিখিত অভিযোগ করেছেন। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশনায় অভিযোগের উপর ভিত্তি করে এস আই রাকিব বিষয়টি সরেজমিন তদন্ত করেছেন এবং মাল্টা চারা গাছ গুলো যারা কেটে ফেলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন ।