হলমালিকদের সুখবর দিল পশ্চিমবঙ্গ

লকডাউনের কারনে বহুদিন সিনেমা হল বন্ধ। ধীরে ধীরে সব ক্ষেত্রেই লকডাউন শিথিল হলেও সিনেমা হল গুলোর খোলার অনুমতি পায়নি। তবে এবার সিনে প্রেমী ও হলমালিকদের কাছে সুখবর পশ্চিমবঙ্গে আগামী ৩১ জুলাই থেকে খুলে যাচ্ছে সমস্ত সিনেমা হল।

তিন মাস পর খুলছে সিনেমা হল । যদিও সরকারের তরফ থেকে কিছু বিধিনিষেধ জারি থাকছে। যেমন যে কোনও সিনেমা হলের মোট চেয়ার সংখ্যার পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখাতে পারবে।

প্রতি শোএর পর হল স্যানিটাইজ করতে হবে, প্রত্যেক দর্শককে মাস্ক পড়তে হবে। সিনেমা হলের প্রবেশদ্বারে স্যানিটাইজেশন করতে হবে।
অনেক ছবি মুক্তির অপেক্ষায়। শ্যুটিংয় হয়ে বাক্স বন্দি হয়ে অপেক্ষায় বহু বিগ বাজেট ছবি। বেশকিছু বিগ হাউস পুজোর ছবি মুক্তির কথা ঘোষণাও করেছে।

তবে সরকারি তরফে কোভিডের কারণেই হল বন্ধ রাখা হয়েছিল। এই খবরে অবশ্যই খুশি হয়েছে হল মালিকরা। হল বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণের জন্য খরচ হচ্ছিল তাঁদের। তাই সিনেমা হল মালিক থেকে একজিবিটার ,প্রযোজক সকলেই খুশি।