হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : এক বছর আগে আজকের এই দিনে রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। নৃশংস এই ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জন জিম্মিকে হত্যা করে জঙ্গিরা।

শনিবার সকালে শুরু হয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। নিহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাপান দূতাবাস। সকাল ৭টা ২১ মিনিটে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

গুলশানের ৭৯ নম্বর সড়কে যাওয়ার তিনটি পথেই ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশের গাড়ি ও সীমিত কয়েকটি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।

তবে ঘটনার এক বছর পূর্তিতে রেস্তোরাঁটি ৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা মহানগর পুলিশ ও ইতালির দূতাবাস নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।