হলি আর্টিজানে সন্ত্রাসী হামলাঃ দ্রুত এই মামলার চার্জশিট দাখিল

সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনার মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ অব্যাহত রয়েছে। দ্রুত এই মামলার চার্জশিট দাখিল করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাইকার প্রেসিডেন্টের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন মন্ত্রী।

বৈঠকে জাইকা প্রতিনিধি দলের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তারা গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দ্রুত বিচার চেয়েছেন। জবাবে আমি তাদের বলেছি, সর্বো্চ্চ গুরুত্ব দিয়ে সরকার এ মামলা দেখছে। দ্রুতই এ মামলার চার্জশিট দেওয়া হবে। ইতোমধ্যে রংপুরে জাপানি নাগরিক হোসে কুনিও হত্যার বিচার সম্পন্ন হয়েছে। একইভাবে আর্টিজানে হামলার ঘটনায়ও বিচার শেষ করা হবে।’

তিনি বলেন, ‘জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। তারা আগেও আমাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’

বৈঠকে জাইকার প্রতিনিধি দল বাংলাদেশে তাদের প্রকল্পে সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেছেন।