হলি আর্টিজান মালিকের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি হামলার প্রায় সাড়ে চার মাস পর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রোববার বিকেল সাড়ে ৪টায় প্রতিষ্ঠানটি মালিককে বুঝিয়ে দেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, হলি আর্টিজানের প্লট মালিক সামিরা আহমেদ ও রেস্তোরাঁর মালিক সাদাত মেহেদী তাদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে আদালতে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আদালত সম্পত্তি তাদের কাছে ফিরিয়ে দিতে বলেন। আজ আদালতের অনুমতি নিয়ে এ হামলা সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ুন আর্টিজানের মালিক সামিরা আহমেদ ও সাদাত মেহেদীকে তাদের সম্পত্তি বুঝিয়ে দেন।

প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার হয়। হমলার পর ওই রেস্তোরাঁটি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে এতদিন হলি আর্টিজান পুলিশের নিয়ন্ত্রণে ছিল।