হল না ছাড়ার ঘোষণা ঢাকা কলেজ শিক্ষার্থীদের

নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের জের ধরে আবাসিক হল বন্ধ করে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হলেও সেটি প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগে নির্দেশ দেন।

শিক্ষার্থীরা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অধ্যক্ষকে অবরুদ্ধ করেন।

পরবর্তীতে কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দীন অডিটোরিয়ামে এক সম্মিলিত সিদ্ধান্তে হল না ছাড়ার ঘোষণা দেন তারা। তারা বলছেন, যেকোনো মূল্যে আবাসিক হল এবং ক্যাম্পাসে অবস্থান করবেন তারা।

বিকেল সোয়া ৪টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে সম্মিলিতভাবে ছাত্রনেতারা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কথা জানান। এ সময় শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের অপসারণসহ ছাত্রদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার বিচারের দাবিতে স্লোগান দেন।

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হবো। তবু হল-ক্যাম্পাস ছাড়বো না। সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।