হাজারীবাগের ট্যানারি কারখানার বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : হাজারীবাগের ট্যানারি কারখানার বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শেষ করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার ট্যানারি কারখানাগুলোর সকল সেবা সংযোগ বিচ্ছিন্ন করার তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী।

আজ উচ্চ আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।

গত ৩০ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারি কারখানার সব কার্যক্রম বন্ধ করতে বলেন। একই সঙ্গে এ বিষয়ে ১০ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশ বাস্তবায়নে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে পরিবেশ অধিদপ্তরের মহ্পারিচালক মো. রইছউল আলম মণ্ডলের নেতৃত্বে ট্যানারিগুলোতে বিভিন্ন সরকারি সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু হয়। পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঢাকা ওয়াসা, গ্যাস বিতরণ কোম্পানি তিতাস এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো ও ডেসার কর্মকর্তারা সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করে।