হাজী সেলিম আইন মেনে গিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থ আত্মসাতের মামলায় ১০ বছরের দণ্ডিত আসামি ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম ঈদের আগে চিকিৎসার জন্য দেশ ছেড়ে থাইল্যান্ড যান। আবার চিকিৎসা শেষে ফিরেও এসেছেন ঢাকায়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাজী সেলিম আইন মেনেই গিয়েছেন আবার আইন মেনেই ফিরে এসেছেন।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন আবার ফেরত চলে এসেছেন। তিনি হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে গেছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন। মোট কথা তিনি আইন মেনেই গিয়েছেন আবার আইন মেনেই ফিরে এসেছেন।

এর আগে গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান হাজী সেলিম। চিকিৎসা শেষে আজ দুপুর সোয়া ১২টার দিকে দেশে ফেরেন। হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।