হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি বাজারে বিদ্যুৎস্পৃষ্টে চার ব্যক্তির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি বাজারে বিদ্যুৎস্পৃষ্টে চার ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেলাগুড়ি বাজারগামী ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে সাব লাইনের ছেঁড়া তার খুঁটিতে ওঠে সংযোগ দিচ্ছিল ভাড়া করা স্থানীয় তিন বিদ্যুৎ শ্রমিক। আর নিচে দাঁড়িয়ে মই ধরে ছিল এক শ্রমিক। কাজ শুরুর সময় বিদ্যুৎ ছিল না। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে আসায় উপরে থাকা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং একই সময় নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ভেলাগুড়ি ইউনিয়নের ভেলাগুড়ি বাজারের সামসুদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩০), একই এলাকার আজিজার রহমানের ছেলে ফেরদৌস আলম (২৫), গোলাপ মিয়ার ছেলে উকিল হোসেন (২৬) ও একই ইউনিয়নের মধ্যকাদমা এলাকার জনাব আলীর ছেলে মিল্টন মিয়া(২৫)।

এই ঘটনায় ভেলাগুড়ি বাজারে মাতম চলছে। এক সঙ্গে চারজনের মৃত্যু আগে কখনো ভেলাগুড়িবাসী দেখেনি বলে দাবি করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির আলী।

তিনি অভিযোগ করে বলেন, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুর ঘটনার দায় বিদ্যুৎ বিভাগকেই নিতে হবে। কারণ তারা নিজেরা কাজ না করে স্থানীয় লাইনম্যান দিয়ে কাজ করিয়ে নেয়। অথচ এখন মৃত্যুর ঘটনার দায় এড়াতে তারা ভিন্ন কথা বলছে। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ বিদ্যুৎ বিভাগকে দেওয়ার দাবি জানাচ্ছি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হাতীবান্ধা বিক্রয় ও বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কিভাবে মৃত্যু হয়েছে তা আমার জানা নেই। আমাদেরকে অবহিত না করেই কেউ কাজ করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে চার ব্যক্তির মৃত্যুর হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

তিনি বলেন, ‘দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান মহোদয়। তাছাড়া নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টিও চিন্তা ভাবনা চলছে।’

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবীরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাছাড়া লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’