হাত বাড়ালেই বন্ধু কথাটা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে

‘হাত বাড়ালেই বন্ধু’ কথাটা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে। নাগরিক জীবনের ব্যস্ততা ছাপিয়ে যেক’টি সম্পর্ক বেঁচে ছিল আপনার জীবনে, তা-ও কেমন যেন ফিকে হয়ে আসছে। কিন্তু কেন এমন হয়? এক সময় যাঁদের আপন ভেবে পাশে টেনে নিয়েছিলেন তাঁরা কেন হারিয়ে যায়? প্রায় প্রতিটি মানুষের জীবনেই এ রকম কমবেশি সম্পর্ক ছিল। কী করে যেন হারিয়ে গিয়েছে সেই সব বন্ধুরা। জেনে নিন এমন ১০টি কারণ।