হাসপাতালে দ্বিতীয় রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ

দীর্ঘদিন ধরে অসুস্থ ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় টানা ১৩দিন ধরে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এবার সোমবার প্রিন্স ফিলিপকে হৃদযন্ত্রের পরীক্ষার জন্য সেন্ট বার্থলমিউ হাসপাতালে নেয়া হয়েছে।

সংক্রমণের কথা বলা হলেও ৯৯ বছরের প্রিন্স ফিলিপ কোভিড-১৯-এ আক্রান্ত নন বলে আগেই জানানো হয়েছে।

প্রিন্স ফিলিপের হৃদযন্ত্রে আগে থেকেই কিছু সমস্যা আছে। বর্তমানে সেটি কী অবস্থায় আছে তা পর্যবেক্ষণ করতেই এই পরীক্ষা বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানায় বিবিসি।

বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়, ডিউক অব এডিনবরা ‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন’ এবং ‘ভালো আছেন’।

এ সপ্তাহের পুরোটাই তাকে হাসপাতালে থাকতে হতে পারে। আগামী জুনে শতবর্ষে পা দেবেন প্রিন্স ফিলিপ। কিছুটা অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মাসে রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দুজনই কোভিড-১৯-এর টিকা নিয়েছেন।