হাসপাতাল ছাড়লেন রিজভী

প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে মেনে চলতে চিকিৎসকদের কঠোর নির্দেশনা। বাসায় আইসোলশনে থেকে নিতে হবে চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শে আরও এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে। বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে। যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দেওয়া যায়।

রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

রুহুল কবির রিজভীর পরিবারের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার তার সুস্থতায় সবার দোয়াও চেয়েছেন।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি ও অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।