হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু

আজ শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, ঈদুল ফিতর, মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে গত ১ মে থেকে ৭ মে পর্যন্ত ছয় দিন বন্ধ ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের সব কার্যক্রম। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এ বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়ার মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়।