হোয়াইট হাউজের সোফায় হাঁটু মুড়ে ট্রাম্পের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। ছবিটিতে কনওয়েকে হোয়াইট হাউজের একটি কক্ষের সোফায় জুতাসহ হাঁটু মুড়ে বসা অবস্থায় নিজের স্মার্টফোন চাপতে দেখা গেছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ওভাল অফিসে বৈঠক করেছিলেন ট্রাম্প। পরে তিনি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। ট্রাম্পসহ কৃষ্ণাঙ্গ শিক্ষকরা সবাই যখন হাস্যমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, কেলিয়ান কনওয়ে তখন সেখানে থাকা সোফায় হাঁটু মুড়ে বসে তার ফোন চাপছিলেন। এএফপির এক চিত্রগ্রাহক দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন। মঙ্গলবার সকালে ছবিটি পোস্ট করার পর কনওয়ের এই আচরণের তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেক কনওয়ের এই দেহভঙ্গিকে অশ্রদ্ধার প্রকাশ বলে মন্তব্য করেছেন।

টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ওভাল অফিসের সোফায় জুতায়সহ কনওয়ের বসা- ট্রাম্পের দলের নিম্মতম পর্যায়ের অশ্রদ্ধার প্রকাশ।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘শেতাঙ্গদের অগ্রাধিকারের নতুন ছবি।’

নারীদের স্বার্থে কাজ করা ওয়েবসাইট জেজেবেলে একজন লিখেছেন, ‘দেশের সর্বোচ্চ সম্মানিত আফ্রিকান-আমেরিকান শিক্ষাবিদরা যখন হোয়াইট হাউজে একত্রিত হয়েছেন, তখন কেলিয়ান কনওয়ে সাধারণ ভদ্রতার খাতিরেও তাদেরকে ন্যূনতম সম্মান দেখানোর প্রয়োজন বোধ করলেন না।’