হ্যামনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জের মাসিক আয় ৭লক্ষ টাকা পর্ব-১

ষ্টাফ রির্পোটার ঃ মাদকে ভাসছে টাঙ্গাইলের গোপালপুরের হ্যামনগর। প্রতিটি পাড়া-মহল্লায় ও অলিগলিতে মাদক বিক্রয় হচ্ছে দেদারছে। মাদকের এই সহজলভ্যতার কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ও বিপথগামী হচ্ছে।গোপালপুর হ্যামনগর পুলিশ ্ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেনের মাসোহারার প্রধান উৎসই এখন মাদক। এ খাত থেকে শুধু মাসে নির্ধারতি আয় কয়েকলক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের এই সহজ লভ্যের জন্য পুলিশে এ উপ-পরিদর্শককে দায়ী করছেন অনেকে। তিনি মাদক ব্যবসায়ীদের আটক না করে বরং মাদক ব্যবসায় চালিয়ে যতে সহযোগিতা করছে। নাম প্রকাশে অনচ্ছিুক গুলিপেচা এলাকার একজন পুরনো মাদক ব্যবসায়ী চরম হতাশা ও অসহায়ত্ব প্রকাশ করে বলনে, ‘এই অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু জাহাঙ্গীর(ইনচার্জ) কারণে পারছি না। এক সপ্তাহ টাকা দেয়া বন্ধ করে দিলেই পুলিশে নির্যাতনের খড়গ নেমে আসে। বৃদ্ধ বয়সে জেল খাটতে চাই না, তাই বাধ্য হয়ইে মাদক ব্যবসার মাধ্যমে পুলিশের সাথে সুসর্ম্পক বজায় রাখতে হচ্ছে।
এক দিকে মাদক ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় সহায়তা অপর দিকে মাদক সেবিদের আটক করে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার সংখ্যা নিতান্তই কম নয়। চিহ্নিত এসব এলাকাগুলো হচ্ছে,সুইপার কলনী,শাখারিয়া,নরচী,খাওয়াইল,গুলিপেচা। চলতি জুলাই মাদক সেবনকারি মজনুকে আটক করে ৭ হাজার টাকা,রহিম ওরফে কাইল্লা রহিমকে আটক করে ১০ হাজার,শাহজাহানকে আটক করে ১৩ হাজার টাকা আদায় সহ এলাকার ২০টি মাদক স্পট থেকে নিয়মিত সপ্তাহে গড়ে লক্ষাধিক টাকা উত্তোলন করে আসছে। তবে স্থানীয় সচেতন মহল এর দ্রুত প্রতিকার হবে বলে আশাবাদি।
তবে এ ব্যাপারে ফাঁড়ি ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করলে তাকে পাওয়া যায়নি।