হ্যালো সিটিতে তিন মাসে ৫ হাজার বার্তা

নিজস্ব প্রতিবেদক : পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের মোবাইল অ্যাপ ‘হ্যালো সিটি’তে তিন মাসে ৫ হাজার বার্তা এসেছে।

মঙ্গলবার সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

সানোয়ার হোসেন বলেন, ‌`গত তিন মাসে হ্যালো সিটি অ্যাপসে সাধারণ জনগণের কাছ থেকে ৫ হাজারের বেশি বার্তা পাওয়া গেছে। এসব বার্তা থেকে পাওয়া অনেক তথ্য আমাদের সন্ত্রাসী ও জঙ্গিদের চিহ্নিত করতে সহযোগিতা করেছে।`

তিনি আরো বলেন, আমরা বার্তা পাওয়ার পর তথ্যদাতার পরিচয় গোপন রেখে যাচাইবাছাই করি। এসব তথ্যের ওপর ভিত্তি করে নির্দিষ্ট ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সাধারণ মানুষ পুলিশের কাছে সন্দেহভাজন জঙ্গি বা সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য দিচ্ছেন। এতে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেয় পুলিশ। ঘটনার এক মাস পর গত ১ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘হ্যালো সিটি’ অ্যাপস উদ্বোধন করেন। অ্যাপসটি এন্ড্রয়েড স্মার্ট ফোনে ব্যবহার করা যায়।