১০০০ কোটির সিনেমা শুরুর আগেই জটিলতায়

বিনোদন ডেস্ক : গত ১৭ এপ্রিল দুবাইয়ের ব্যাবসায়ী বি.আর শেঠি ঘোষণা দেন, ১০০০ কোটি রুপি ব্যয়ে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ‘দ্য মহাভারত’ শিরোনামে সিনেমা নির্মাণ করবেন তিনি। আগামী বছর সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

সিনেমাটির নাম নিয়ে আপত্তি তুলেছেন ‘কেরালা হিন্দু ঐক্য বেদি’ নামের একটি সংগঠনের সদস্যরা। তারা জানিয়েছেন নাম না পরিবর্তন করলে সিনেমাটি মুক্তি দিতে দেয়া হবে না। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

একটি অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি কেপি শশিকলা বলেন, ‘সিনেমাটি যদি রান্দামোঝাম উপন্যাস অবলম্বনে তৈরি হয়, সিনেমার নামও রান্দামোঝাম হওয়া উচিৎ। যদি সিনেমার নাম মহাভারত হয় তাহলে এর গল্প বেদব্যাস রচিত মহাভারত থেকে হওয়া উচিৎ।’

শশিকলা আরো বলেন, ‘যদি রান্দামোঝাম উপন্যাস থেকে মহাভারত নামে সিনেমা নির্মিত হয় তবে আমরা প্রেক্ষাগৃহে এটি মুক্তি দিব না।’

এক বিবৃতিতে শশিকলা বলেন, ‘যদিও আমরা এই ভেবে খুশি যে, মহাভারত নামে একটি বড় বাজেটের সিনেমা কেরালাতে তৈরি হচ্ছে, পাশাপাশি আমরা এটাও মনে করি বেদব্যাসের মহাভারতের গল্পের সঙ্গে যুক্ত সিনেমাটি একই নামেই হওয়া উচিৎ। অন্য কোনো সিনেমার নাম মহাভারত হতে পারবে না। সিনেমাটি যদি রান্দামোঝাম অবলম্বনে হয় তাহলে এই নামেই নাম দেয়া হোক। বেদব্যাসেরও অধিকার রয়েছে।’

ড্যান ব্রাউনের দ্য ডা ভিঞ্চি কোড সিনেমার উদাহরণ টেনে শশিকলা জানান, ডা ভিঞ্চি কোড বাইবেলের অন্য একটি সংস্করণ। নির্মাতারা কিন্তু সিনেমার নাম ‘বাইবেল’ রাখেননি।

এর আগে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, সিনেমাটি দুই ভাগে তৈরি হবে এবং আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। প্রথম সিনেমাটি মুক্তি দেয়া হবে ২০২০ সালে। আর তার ৯০ দিনের মাথায় দ্বিতীয় সিনেমাটি মুক্তি পাবে। ইংরেজি, হিন্দি, মালায়ালাম, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় সিনেমাটি তৈরি করা হবে। পাশাপাশি ভারতের অন্যান্য ভাষায় ডাবিং করা হবে। সিনেমাটি পরিচালনা করবেন ভি. এ শ্রীকুমারা মেনন এবং সিনেমাটির চিত্রনাট্য এম. টি বিষুদেবান নায়ারের ‘রান্দামোঝাম’ উপন্যাস অবলম্বনে তৈরি হবে। যেখানে ভীমের মাধ্যমে মহাভারতের গল্প বর্ণনা করা হয়েছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা মোহনলাল ভীম চরিত্রে অভিনয় করবেন। পাশাপাশি কলাকুশলীদের তালিকায় থাকবেন ভারত এবং হলিউডের প্রসিদ্ধ ব্যক্তিরা।