১০ টাকার চালে অনিয়ম;ডিলারশিপ বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : হতদরিদ্র পরিবারের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালে পরিমাণে কম দেওয়ার অভিযোগে লংগদু সদর ইউনিয়নের ডিলার আব্দুস সাত্তারকে জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম নিজাম উদ্দীন আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কয়েকজন হতদরিদ্র নারী পুরুষ ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি সরেজমিনে তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতার প্রমাণ পান।

উপস্থিত কয়েকজন গ্রহীতার চাল পরিমাপ করলে প্রতিটি বস্তায় ৩০ কেজির বিপরীতে ২৬/২৭ কেজি চাল পাওয়া যায়। অর্থাৎ প্রতিজন গ্রাহককে ৩/৪ কেজি চাল কম দেওয়া হচ্ছিল।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলার আব্দুস সাত্তারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদ-, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সদর ইউনিয়ন চেয়ারম্যান, লংগদু বাজার কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।