১৩৭ পদে ‘উপজেলা প্রোগ্রাম অফিসার’ নিয়োগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কেবলমাত্র প্রকল্প মেয়াদের জন্য সরকারী বিধি মোতাবেক সাকুল্য বেতনে নিয়োগ প্রদানের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম : উপজেলা প্রোগ্রাম অফিসার

পদ সংখ্যা : ১৩৭ জন

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা : যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। কম্পিউটারে দক্ষ হতে হবে (এমএস অফিস এবং ইন্টারনেট চালনার ক্ষেত্রে) উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়স: ২৫ অক্টোবর ২০১৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সেক্ষেত্রে আবেদনপত্রের সাথে যথাযথ সনদপত্র দাখিল করতে হবে।

বেতন: ২৪ হাজার ৭০০ টাকা।

আবেদনের সময় সীমা : ২৫ অক্টোবর, ২০১৬

আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা- ১২০৮।

নিয়োগ সম্পর্কে বিজ্ঞপ্তিটি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওয়েবসাইটে ( www.bnfe.gov.bd ) পাওয়া যাবে।