১৪ সেপ্টেম্বর খোলা থাকবে বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক : রোগীদের সুবিধার্থে আগামী ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) বহির্বিভাগ খোলা থাকবে।

মঙ্গলবার বিএসএমএমইউর রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

হাসপাতালের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান রোগীদের সুবিধার্থে আগামী ১৪ সেপ্টেম্বর হাসপাতালের বহির্বিভাগ খোলা রাখার জন্য বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) এবং বিভাগীয় চেয়ারম্যানগণকে নির্দেশক্রমে অনুরোধ করেছেন।

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে বিএসএমএমইউ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে রোগীদের সুবিধার্থে ১৪ সেপ্টেম্বর বুধবার হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে।

১৪ সেপ্টেম্বর বাদে বন্ধের বাকি দিনগুলো হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে। এ ছাড়া বন্ধের সব দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালাইজড কানসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (ইনডোর সেবাসমূহ) ও বিভিন্ন জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়মানুযায়ী খোলা থাকবে।

আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে প্রচলিত নিয়মে অফিস ও হাসপাতাল খোলা থাকবে।