১৫ দিনের মধ্যে মণিপুরে চলমান সংকট সমাধানের প্রতিশ্রুতি অমিত শাহ’র

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ১৫ দিনের মধ্যেই মণিপুরে চলমান সংকটের গ্রহণযোগ্য সমাধান আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (৩০ মে) এ প্রতিশ্রুতি দেন রাজ্যটিতে সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর জিনিউজের।

এদিন, মনিপুরের রাজধানী ইম্ফলে মেইতেই বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন এ নেতা। আলোচনা শেষে হেলিকপ্টারে ইম্ফল থেকে যান চূড়াচাঁদপুরে। সেখানে কুকি বিধায়ক ও উপজাতি নেতাদের সাথে কথা বলেন তিনি।

বৈঠকে ১১ দফা দাবি উত্থাপন করেন কুকি নেতারা। উপজাতিদের জন্য পৃথক প্রশাসন গঠনের পাশাপাশি রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান তারা। আলোচনা শেষে মণিপুরবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময়ের মাঝেই শান্তি কমিটি গঠনের মাধ্যমে স্থায়ী রাজনৈতিক সমাধান আসবে বলে অঙ্গীকার করেন এ বিজেপি নেতা।

প্রসঙ্গত, কুকি ও মেইতেই সম্প্রদায়ের লড়াইয়ে গত এক মাসে মণিপুরে প্রাণ হারিয়েছেন অন্তত শতাধিক মানুষ।