১৭ মার্চ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মার্চ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এদিন বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান সফল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন মহোদয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন।

আগামী ১৭ মার্চ সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশে যাত্রা ও সকাল ৭টা ৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনকের মুরালে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালনসহ বাদ জোহর এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।