১৭ যাত্রীসহ রাশিয়ার বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সাইবেরিয়ায় বেসামরিক যাত্রীবাহী একটি বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ১৭ আরোহী নিয়ে বিমানটি সাইবেরিয়ার টমস্ক প্রদেশের কেদরভি শহর থেকে প্রাদেশিক রাজধানী টমস্কে যাচ্ছিল।

শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়। স্থানীয় সময় শুক্রবার উড্ডয়নের পর সাইবেরিয়ার তোমস্ক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তাস এবং রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, কেদরোভি শহর থেকে যাত্রা করে আঞ্চলিক রাজধানী তোমস্কে যাওয়ার সময় বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে ১৩ বা ১৭ জন আরোহী ছিলেন। বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

এর আগে ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার এন-২৬ নামের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। পরবর্তীতে জানা যায় যে, ওই বিমানের ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন। উদ্ধার কর্মীরা জানান, বিমানটিতে থাকা ৬ জন ক্রু ও ২২ যাত্রীর সবাই প্রাণ হারিয়েছেন।

বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির আরোহীদের মধ্যে এক বা দু’জন শিশুও ছিল।

এক সময় বিমান দুর্ঘটনার জন্য পরিচিত থাকলেও গত কয়েক বছরে রাশিয়া বিমান চলাচল সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু তারপরও সম্প্রতি বেশ কিছু বিমান দুর্ঘটনার কবলে পড়েছে দেশটি।

এর আগে ২০১৯ সালের মে মাসে দেশটিতে বড় ধরনের একটি বিমান দুর্ঘটনা ঘটে। সেসময় মস্কোর বিমানবন্দরে সুখোই সুপারজেটের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪১ জন নিহত হয়। এছাড়া ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপর এক দুর্ঘটনায় বিমানে থাকা ৭১ আরোহীর সবাই নিহত হয়।