২য় লালনিরহাট রোভার মুড ও প্রথম জেলা কমডেকার উদ্বোধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা রোভার এর আয়োজনে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে ৫ দিন ব্যাপী রোভা মুড ও প্রথম জেলা কমডেকার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খান।বিশেষ অতিথির বক্তব্যে তিনি
শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে স্কাউটস এর ভূমিকা অপরিসীম। স্কাউটস এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়ম ও সময়ানুবর্তিতা, নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ শৃংখলা, সম্মান ও শ্রদ্ধাবোধ শিক্ষা পেয়ে থাকে। নিজেদেরকে অন্যায় কাজ থেকে দূরে রাখে। আজকে স্বাধীনতার দীর্ঘ সময় পার হলে ও নিজেদের মধ্যে শান্তি ও শৃংখলাবোধ কমে যাচ্ছে। প্রতিবেশিদের প্রতি দায়িত্বশীল হতে স্কাউটস শিক্ষা দিয়ে থাকে। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস এর কার্যক্রম চালু রাখা দরকার
লালমনিরহাট সরকারি কলেজ মাঠে ৫দিন ব্যাপী রোভা মুড ও প্রথম জেলা কমডেকার উদ্বোধন কালে জেলা প্রশাসক আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খান এ কথা বলেন।সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুবক্কর সিদ্দিক, বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন প্রবাসী ড. মোজ্জাম্মেল হক, জেলা রোভার সহ-সভাপতি অধ্যক্ষ আমিরুল হায়াৎ আহমেদ মুকুল, সাধারন সম্পাদক প্রভাষক আরমান রহমান, জেলা স্কাউটস সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা রোভার কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার। সমাবেশে জেলার রোভার স্কাউটস ও জেলা স্কাউটস এর নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এতে জেলার ১৮টি কলেজের ২৮টি দল অংশগ্রহন করে। তম্মধ্যে ৭টি গার্লস ইন রোভার