২০১৭ সালে হজে যাওয়ার ক্ষেত্রে আগেই সেবা প্রাপ্তির বিষয়ে নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালে হজে যাওয়ার ক্ষেত্রে আগেই হজ এজেন্সির কাছ থেকে সেবা প্রাপ্তির বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যাপক মতিউর রহমান। তিনি বলেছেন, হজ এজেন্সির কাছ থেকে সেবা পাওয়ার বিষয় নিশ্চিত হয়ে হজে যাওয়ার কথা ভাবতে হবে ।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম হজ ও ওমরাহ মেলা উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজন করেছে।

মন্ত্রী বলেন, ‘ডিজিটাল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ চলছে। নিরাপত্তার জন্য সারা বিশ্বে সব কিছু ডিজিটাল পদ্ধতিতে চলছে। তাই আমরাও আগের সকল পদ্ধতি বাতিল করে ডিজিটাল পদ্ধতিতে হজ যাত্রীদের সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করবো।’

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল বলেন, ‘আগামী বছর হজযাত্রীদদের সার্বিক সুযোগ সুবিধা দেওয়ার বিষয় মাথায় রেখে আগে থেকেই আমরা নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছি।

তিনি বলেন, ‘নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে ই-সিস্টেম বাস্তবায়ন করতে হবে। এ জন্য প্রতি এজেন্সিকে একজন করে আইটি বিশেষজ্ঞ নিয়োগ নিশ্চিত করতে হবে।’

সচিব জানান, ইতোমধ্যে বৈধ্য এজেন্সির তালিকা সম্পন্ন হয়েছে। এছাড়া সকল এজেন্সিকে নিজেদের আইবিএন একাউন্ট থেকে অর্থ লেনদেন করতে হবে।

এদিকে হজ এজেন্সিগুলো হজের সময় ৪-৫ মাসের মাল্টিপল ভিসার দাবি জানালে সচিব বলেন, ‘এরকম ভিসা আদায় করার জন্য আমরা চেষ্টা করবো। তবে কোন ধরনের অনিয়ম হলে তার দায়ভার এজেন্সি মালিককে নিতে হবে।’

এসময় হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ ফারুক বলেন, ‘২০১৭ সালে সনাতন পদ্ধতিতে কেউ হজ্ পালন করতে পারবে না। সৌদি আরবের আধুনিক প্রযুক্তিতে এজেন্সিগুলোকে সম্পৃক্ত হতে হবে।’

হাবের  সভাপতি মো. ইবরাহীম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ।

বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা চলবে আগামী তিন দিন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।