২০২৩ বিশ্বকাপে ফিরার বিষয়ে জানালেন মাশরাফী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দল পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আগের আসরে শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলা এই ক্রিকেটারকে এবার দেখা যাবে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।

বুধবার (২ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে নতুন দলের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এদিকে চোটে ভুগতে থাকা এই তারকা চিকিৎসার জন্য বৃহস্পতিবার (৩ মার্চ) ভারতের উদ্দেশে রওনা দেবেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দলবদল করতে এসে মাশরাফী বলেন, ‘দলের প্রয়োজন হলে অবশ্যই করব। আমার কোমরে ব্যথা আছে একটু। চিকিৎসা করাতে যাচ্ছি। আশা করি সব ঠিক হলে শারীরিকভাবে ফিট হয়ে উঠব। ক্রিকেটীয় যে কার্যক্রম বা অন্য যেসব বিষয় আছে আমি সেসব নিয়ে মাঝখানে ট্রেনিং করেছি। যথেষ্ট টুর্নামেন্ট ছিল না খেলার সুযোগ কম ছিল। বিপিএল ছিল, ওই সময় ব্যাক পেইনটা পেয়েছি। ওটার চিকিৎসাটা করার পর আশা করি সমস্যা হবে না।’

জাতীয় দলের ওয়ানডের সফল অধিনায়ক এর আগে আরও বলেন, ‘শেষবার আমি শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছিলাম, এক ম্যাচ খেলার পর করোনা আসে। তখন টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। খুবই ভালো লাগছে। শুধু আমার না। আমি নিশ্চিত প্রিমিয়ার লিগ যারা খেলে, বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারই তো এই লিগটা খেলে। তারা সবাই আনন্দিত হবে যে আবারও টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে।’

মাশরাফী বলেন, ‘টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসরে গিয়েছি। ওয়ানডেই আমি সবসময় খেলে এসেছি এবং আমার ফোকাস ছিল। এটা নির্ভর করে একজন নির্দিষ্ট খেলোয়াড় নির্দিষ্ট ফরম্যাটে কীভাবে মানিয়ে নেয়। ওয়ানডে ক্রিকেটই আমি সবসময় খেলে এসেছি এবং আমি বুঝিও ভালো, আমার জন্য সহজও।’

এরপরই মাশরাফীর কাছে প্রশ্ন রাখা হয়, অনেকের বিশ্বাস যে বিশ্বকাপের জন্য এখনো প্রস্তুত আছেন আপনি। ম্যাশ পাল্টা প্রশ্ন করেন কোন ওয়ার্ল্ড কাপ? ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ফিরবেন কি না? এমন প্রশ্ন সরাসরিই উড়িয়ে দিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। তিনবার ‘না’ বলে বললেন, ‘এ ধরনের চিন্তা আমার নেই। আমি আগেও বলেছি যে, আমি ক্রিকেটটা উপভোগ করি, তাই খেলা চালিয়ে যাচ্ছি।’