২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা হবে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা হবে। বাংলাদেশে কোনো শিক্ষিত বেকার থাকবে না।

তিনি শনিবার দুপুরে কুমিল্লার নব গঠিত লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে এসব কথা বলেন।

লালমাইকে নতুন উপজেলা ঘোষণা করায় পরিকল্পনামন্ত্রীকে অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।

মন্ত্রী আরো বলেন, আমাদের অর্থনীতি আর আগের জায়গায় নেই। পৃথিবীর ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ৩২তম। ২০৩০ সালের মধ্যে আমরা ২৩তম হব, ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি হবে।

লালমাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মমিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন তসলিমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানে লালমাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।