২০ জনের তথ্যাদি পর্যালোচনা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নামের তালিকা থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ২০ জনের ব্যাপারে বিভিন্ন তথ্যাদি পর্যালোচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ।

তিনি বলেন, ‘বিশিষ্ট ব্যক্তিরা ইসি গঠনে সেসব যোগ্যতার কথা বলেছেন তার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাইকৃত ২০ জনের মধ্যে থেকে আরো সংক্ষিপ্ত তালিকা করা হবে এবং বিশিষ্ট ব্যক্তিদের মতামত পর্যালোচনা শেষে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

সার্চ কমিটির পরবর্তী বৈঠক আগামী ৬ ফেব্রুয়ারি বিকেলে ৫টায় অনুষ্ঠিত হবে বলে জানান আবদুল ওয়াদুদ।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে বৈঠকে বসে সার্চ কমিটি। কমিটির প্রধান ব্যক্তি বিচারপতি মাহমুদ হোসেন বৈঠকে সভাপতিত্ব হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির পাঁচ সদস্য- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া নামের তালিকা থেকে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।