২১ ছাত্রীকে মুক্তি দিয়েছে বোকো হারাম

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই বছর আগে নাইজেরিয়ার চিবুক থেকে যেসব স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম, তাদের মধ্যে ২১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়েছে বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের রাজ্য চিবুক থেকে ২০১৪ সালে ২৭০ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এর পরের দিন কৌশলে ৫০ ছাত্রী পালিয়ে আসতে পারলেও সন্ত্রাসী গোষ্ঠীটির হাতে এখনো ২১৮ জন ছাত্রী জিম্মি আছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে্।

প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির মুখপাত্র গারবা শেহু টুইটার বার্তায় জানিয়েছেন, সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনার ফল স্বরুপ স্কুল ছাত্রীদের মুক্তি দেওয়া হয়েছে। ছাত্রীরা বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।

শেহু জানান, রেড ক্রসের আর্ন্তজাতিক কমিটি ও সুইস সরকার বোকো হারামের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে। বোকো হারামের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বার্তা সংস্থা এএফপি স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, চার জঙ্গির বিনিময়ে বোকো হারাম এই স্কুল ছাত্রীদের মুক্তি দিয়েছে।