২২ বছর পর কিউইদের অপেক্ষার অবসান

অনেক বছর ধরে ইংল্যান্ডের মাটিতে সাদা পোশাকে সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। অপেক্ষার সময়টা প্রায় ২২ বছর। এত বছর পর ইংলিশদের মাটিতে অপেক্ষার অবসান হলো কিউইদের।

এজবাস্টন টেস্টে জিতে দুই দশকের বেশি সময় পর ইংলিশদের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড।

এজবাস্টন টেস্টের শুরুর দিন থেকেই দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। যার ফলে গতকাল রোববার চতুর্থ দিনই ফল এসে গেছে। টেস্টের চতুর্থদিন ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এক জয় ও এক ড্রয়ে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।
আগে ব্যাট করে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩০৩ রান তুলেছে ইংল্যান্ড। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দাঁতভাঙা জবাব দিচ্ছে নিউজিল্যান্ডও। দুই ক্রিকেটার ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের ব্যাটে চড়ে কিউইরা করে ৩৮৮ রান।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে বেশিদূর যেতে দেয়নি নিউজিল্যান্ড। কিউই পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২২ রানেই থেমে যায় ইংল্যান্ড। লিড থাকায় কিউইদের সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্যে দাঁড়ায় মাত্র ৩৮ রানের। সেই লক্ষ্যে নেমে ১১ ওভারেই জয় তুলে নেয় টম ল্যাথামের দল।

ইংল্যান্ডের মাটিতে কিউইদের তৃতীয় সিরিজ জয় এটি। শেষটি এসেছিল ১৯৯৯ সালে।