২৩ ডিসেম্বর কুমিল্লার আদালতে মামুনুল হকের পরবর্তী হাজিরা

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অনুমতি ছাড়া মাহফিলে অংশগ্রহণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের মামলায় কুমিল্লার আদালতে হাজিরা দিয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ১১টা ৪৫ মিনিটে কুমিল্লার ৭নং আমলি আদালতে তারা হাজিরা দেন।

আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এ মামলায় আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।

এ দিকে মামুনুল হককে আদালতে তোলার সংবাদে উৎসুক জনতার ভিড় তৈরি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী আদালতে ব্যাপক নিরাপত্তা জোরদার করে। পরে কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনুল হক ও খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে ১১টা ৪৫ মিনিটে হাজিরার জন্য আদালতে তোলেন। ৫ মিনিট পর ১১টা ৫০ মিনিট পরবর্তীতে আবারও আদালত থেকে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর পুলিশ এই মামলা করে।