২৩ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর’র নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান না করাসহ ২৩ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

বিএনপির ঢাকা মহানগর উত্তরকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে বুধবার (১০ মার্চ) বেলা আড়াইটা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৯ মার্চ) ডিএমপির কমিশনারের পক্ষে যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশন) মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিএনপির ঢাকা মহানগর উত্তরকে সমাবেশের এই অনুমতি দেয়া হয়।

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশ করবে বিএনপি।

এর আগে গত ৭ মার্চ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। আবেদনে মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে আগামী ১০ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ করার কথা জানায় দলটি।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি ২৩টি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিল।