‘২৬১ জন পাকিস্তানি সেনা সদস্যের যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে’

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘২৬১ জন পাকিস্তানি সেনা সদস্যের যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে। বাংলার মাটিতে ওই অপরাধীদের বিচার করা হবে।’

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) সংস্থাটির দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘পালিয়ে যাওয়া যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনার বিচারের জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে।  ইতিমধ্যে ২৬১ জন চিহ্নিত পাকিস্তানি সেনা সদস্যের যুদ্ধাপরাধের সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণসহ সব ধরনের নির্যাতনে নেতৃত্ব দিয়েছিল। সাক্ষ্য-প্রমাণসহ আমরা তা প্রধানমন্ত্রীর কাছে জমা দেব। ওই অপরাধীরা উপস্থিত থাক বা না থাক বাংলার মাটিতে তাদের বিচার হবে।’

তিনি আরো বলেন, ‘২১টি লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী গণ বিচার আন্দোলন শুরু করেছিলাম। এর মধ্যে অন্যতম ছিল ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা।  এরই ধারাবাহিকতায় তা সংসদে উপস্থাপন করা হয়। এরপরই দিবস হিসেবে স্বীকৃতি পায়।’

জঙ্গিবাদ প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন দেখে যাদের গাত্রদাহ শুরু হয়েছে তারাই দেশকে পিছিয়ে দিতে বাধার সৃষ্টি করে। বিএনপির পক্ষ থেকে গতকালও বলা হয়েছে, জঙ্গিবাদ বর্তমান সরকারের সৃষ্টি। কি অদ্ভুত কথা। অথচ জঙ্গিবিরোধী অভিযানে নিহত হওয়ার ঘটনায় বিএনপিরই মায়াকান্না দেখা যায়।’

দেশের উন্নয়ন কাজ মানসম্মত করতে প্রকৌশলীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অবকাঠামো নির্মাণ কাজ তদারকি করতে তাগিদ দেন মন্ত্রী।

সংগঠনটির  সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে আইডিইবির প্রতিনিধি সম্মেলনে  আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর  সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।