২ কোটি টাকা দান করলেন ‘বিরুষ্কা’

করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে ভারতে। তাই অনুষ্কা শর্মা, বিরাট কোহলি এ বার সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ইতিমধ্যেই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম ‘কেটো’-র সাহায্যে ত্রাণ তহবিল গড়ে সেখানে ২ কোটি টাকা দান করেছেন তারা। লক্ষ্য, মোট ৭ কোটি টাকার তহবিল গড়া।

শুক্রবার সকালে নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই সবাইকে তহবিলের কথা জানান এই অভিনেত্রী ও ভারতের জাতীয় দলের অধিনায়ক। ‘বিরুষ্কা’ আহ্বান জানান মুক্ত হস্তে দানের করার। ইতিমধ্যেই তাদের পোস্ট দেখেছেন ২৪ লক্ষ নেটাগরিক। তাদের ভিডিয়োয় ব্যবহার করেছেন #ইনদিজটুগেদার।

তহবিলের সমস্ত অর্থ সরাসরি চলে যাবে ‘অ্যাক্ট গ্রান্ট’-র কাছে। এই সংস্থা ‘বিরুষ্কা’র গড়া তহবিলের যুগ্ম অংশীদার। তহবিলের সমস্ত অর্থ ব্যয় হবে অক্সিজেন, টেলি ওষুধ, চিকিৎসা পরিষেবা, টিকা এবং সচেতনতার জন্য।