৩০ দিনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না নিলে মামলা

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা শহরের সব হাইরাইজ বিল্ডিং ও মার্কেটগুলো অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে না পরলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

বৃহস্পতিবার রাতে গুলিস্তানের জাকের সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের এ কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস।

সমরেন্দ্র নাথ বলেন, ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা শহরের সকল হাইরাইজ বিল্ডিং ও মার্কেটগুলোকে নোটিশ পাঠানো হবে। নোটিশে তাদের ৩০ দিনের মধ্যে বিল্ডিং ও মার্কেটে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার আদেশ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা ব্যবস্থা না নিলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা করা হবে।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন আছে। আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মানে এই না যে, ভবন মালিকপক্ষ পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখবে না। আমরা বিষয়ে এখন কঠোর হচ্ছি।’