৩১ শূন্য পদে নিয়োগ দিয়ে হবে বস্ত্র পরিদপ্তরের

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বস্ত্র পরিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা ও এর আওতাধীন বিভিন্ন কার্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত সরাসারি পূরণযোগ্য স্থায়ী ও অস্থায়ী শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা : ক্যাশিয়ার (৩ অস্থায়ী), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (৮ স্থায়ী), ইলেকট্রিশিয়ান (১ স্থায়ী), মেকানিকস (১ অস্থায়ী), অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১১ স্থায়ী), হিসাব সহকারি (৫ স্থায়ী-৪, অস্থায়ী-১), হিসাব সহকারি কাম ক্যাশিয়ার (২ স্থায়ী)।

শিক্ষাগত যোগ্যতা : পদ অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান থেকে স্নাতক বা সমমান যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এ সকল পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আবেদনের সময়সীমা : ১৫ জুন, ২০১৭ বিকাল ৫টার মধ্যে।

আবেদন পাঠানোর ঠিকানা : পরিচালক, বস্ত্র পরিদপ্তর, বিটিএমসি ভবন (৬ষ্ঠ তলা) ৭-৯, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম, নিজ জেলা ও বিশেষ কোটা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

বিস্তারিত : ক্লিক করুন