৪০ চলচ্চিত্র কর্মীদের সহায়তা দিয়ে পাশে ভাইজান

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুম্বাইসহ দেশটির বিভিন্ন রাজ্যে দেওয়া হয়েছে লকডাউন। আর এই লকডাউনে সিনেমার শুটিংসহ নানা কার্যক্রম অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বেকার হয়ে পড়েছেন সিনেমার সঙ্গে জড়িত অনেক মানুষ। তাদের পাশে দাঁড়াতে দেখা গেছে একাধিক তারকাদের। পিছিয়ে নেই ভাইজানও।

গত বছরের মতো এবারও সহযোগিতার হাত প্রশস্ত করেছেন সুপারস্টার সালমান খান। কিছুদিন আগেও খাবার বিতরণসহ তার সিনেমার আয়ের এক অংশ করোনার ত্রানে দেয়ার সিদ্ধান্ত জানান এই তারকা। এবার সূত্রের বরাতে জানা গেছে, এবার ৪০ হাজার চলচ্চিত্র কর্মীকে সহায়তা করবেন সালমান খান। নগদ অর্থসহ দেবেন এক মাসের রেশন।

জানা যায়, ৪০ হাজার চলচ্চিত্রকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে দেড় হাজার রুপি ট্রান্সফার করা হবে। এদের মধ্যে ২৫ হাজার কর্মী ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের (এফডব্লিউআইসিই) এবং বাকি ১৫ হাজার নারী কর্মী ফিল্ম সিটি ও অন্য স্টুডিয়োগুলোতে কাজ করেন। এ ছাড়া তাদের প্রত্যেককে এক মাসের রেশন দেওয়া হবে।