৪ জেএমবি সদস্য গ্রেপ্তার, অস্ত্র-বোমা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে কচুয়া উপজেলার খলিসাখালি গ্রামের সাফায়েত শেখের বাগানবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রিভলবার, দুটি গুলি ও পাঁচটি বোমা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আকাশ (১৯), হাবিবুল্লাহ (১৯), কবীরুল (২৬) ও মিজানুর রহমান (২৮)। তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলায়।

এ সময় জেএমবি সদস্যদের ছোড়া হাতবোমায় পুলিশ কনস্টেবল আজিজ, মতিন ও আজাদ আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, সোমবার রাত ২টার দিকে সাফায়েত শেখের বাগানবাড়িতে ১২-১৩ জন জেএমবি সদস্য বৈঠক করছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও কচুয়া থানার পুলিশ সেখানে অভিযানে যায়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।